চিরন্তন চাওয়া

লিখেছেন লিখেছেন এম মিজান রহমান ২২ অক্টোবর, ২০১৪, ০১:০০:১৮ দুপুর

চিরন্তন চাওয়া

-এম মিজান রহমান

দোর খোলো ওগো বঙ্গমাতা

আসুক আলো গৃহে

সুপারি গাছের ফাকঁ দিয়ে

আষ্টে পৃষ্টে স্নেহে-

ফের জাগোক বাংলার বাঙ্গালী

কাধেঁ কাধ রেখে জটলায়

শীতলক্ষ্যা-পদ্মা-মেঘনা-যমুনা

কাপুঁক সঁন্ধ্যের মোহনায়...

জেলে পাড়ার রহিমশেখ

পাল তুলুক

ডিঙ্গিতে ভেসে ভেসে সতেজ

পৃথিবী রচুক

মাঠে ঘাটে বন্দরে

বাঙ্গালীর অন্তরে -

এ আলো পৌছে যাক

টেকনাফ তেতুলিয়া

"ও গো দোর খোলো বঙ্গমাতা"

বারেক সবুজাভে

মুক্তির অনুরাগে

কেঁপে উঠুক ইতিহাসের পাতা ।।

মা জননী,

বিশ্বরাণী-

পৌছে নাকি মুমূর্ষের ক্রন্দন ?

অবেলায়

অবহেলায়

ধুঁকে ধুঁকে আছে বাঙ্গালীর বন্ধন.. .

মুন্সিবাড়ির আঙ্গিনায় আবার বসুক

পুঁতির আসর

কমলারাণীর দিঘির জলে সাঁতরে বেড়াক

হংসীর খরতর...

গৃহে গৃহে আজ বংশীর সুর উঠুক

কুয়াশার ঝাপসা চোখে নবীণ দেখুক

বাংলার অপরূপ চিরায়ত রেখা-

জলাশয়ে আর বিলে ঝিলে শাপলা ফুটুক

বেহুলার শাড়ির আঁচলে লখিন্দর

অনায়াসে আসুক ঝাউবনে

বাঙ্গালীর বাংলায় সোনা ফলুক

মুক্তির চিরন্তন শাখা ।।

পল্লীবধুঁর নিক্কনে

কলসির কক্কনে

রূপলীলা ছুয়ে যাক বাংলার প্রান্তর

মেঠো পথে

এলো রথে

অঞ্জনা ফিরে আসুক আপন ঘর ।।

বিষয়: সাহিত্য

৬৭১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277044
২২ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২০
277097
২২ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৫৫
মামুন লিখেছেন : লেখাটি খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো। Rose Rose Rose
296418
২২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫৮
এম মিজান রহমান লিখেছেন : ধন্যবাদ আপনাদেরকে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File